Piosenka:
Coke Studio Bangla - মুড়ির টিন (Murir Tin) tekstowo zapisana

Tekst piosenki মুড়ির টিন (Murir Tin)


হালুগাডত্তুন ছাইজ্জি গারি লই আল্লার নাম
একগন্টা ফার ঐগেইয়্যে আইযু বদ্দারাট ন’আইলাম,
কুরোর ডইল্ল্যে যুরি যুরি চলের গাড়িগান
ডাইবারত্ত্যেঁ সুইৎ-বুইৎ নাই যাত্রী ফ্যারেশান।
ওরে ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাং রাহিবের জাগা,
হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান!

হালুগাইট্ট্যে মুড়ির টিন!
(বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট)
হালুগাইট্ট্যে মুড়ির টিন!
(আইয়ু আইয়ু আইয়ুনা বাই, দুঁউর দ্য না ভাই!)
হালুগাইট্ট্যে মুড়ির টিন!
(দুরু বাই বাংতি টিয়া দ'না)

হালুগাইট্ট্যে মুড়ির টিন!
(আগে বারো ওস্তাদ!)

রাস্তার ও বাই মা-বাফ নাই হতঅন ফর্ ফর্ গাঁতা
গাঁতাৎ ফৈল্ল্যে উল্ডি আইয়্যে হইলযে-গুইলদে-মাতা,
যেন্ডে-এঁন্ডে ব্যারেক্ গরে সকেট্-যাম্পার নাই
ব্যারেকর ছুডে গাড়ির বুতুরে মানুষে বারি হায়।
ওরে হদুউন মানুষ ফিছে হালি রাহি সাম্মে আইয়েনে মরে
আর হদুউনে উডি মইষুর ডইল্যে চাইট্যে-চাইট্টি গরে,
হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্, টান!”
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান!

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(দুরু বাই গা বুতুরে কা আইস্তে লাইগ্যু!)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(ফিছে য’না বাই ফিছে হালি ত!)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(ওস্তাদ ডাইনে ফ্যালাষ্টিক্, ডাইনে ফ্যালাষ্টিক্!)

কেউ উঠে, কেউ নামে, কেউ ঘুরে, কেউ কামে
বাস থামে, কেউ ঢুকে চামে দিয়া বামে
সিট খালি নাই, কেনে দেও গালি ভাই?
আইও আমার কুলো বইযাও, যাইবায় আধা দামে
চাচা স্যরি! এক হাত লাম্বা দাড়ি
পাও পারা মারি, দিসি, দিসো ঝাড়ি,
সিলেট আমার বাড়ি, বাদ দিলাও রে বা
তুমারেও তো দেখতে লাগের মৌলভীবাজারী।

ঢুকিজিবায় গাতোর তলে, ভুল বাসো উঠিগেলে
স্টিয়ারিং হাতো দিলে, জীবন লইয়া গুটি খেলে,
সাইডোর প্যাসেঞ্জারে পান খাওয়াইয়া ফুটি গেলে
ব্রেইক ফেইল মারি ডুবিজিবায় সুরমার জলে।
উস্তাদ সাবধানে যাও, সাইডে প্লাস্টিক
মাইনষের জীবন এক মুড়ির টিন, সো ফ্যান্টাসটিক!
যাত্রার মাঝ পথো বিরতি? কে জানে নিয়তি!
টান দিলে মাস্তি, উল্টিলে শাস্তি!

যাত্রী উডের-লামের চলের, লক্কর-ঝক্কর গাড়ি
খন চিবেদি বুডুর গরি দিবু ফকেট মারি,
হ্যাল্পার অর লই হইজ্যে চলের বাংতি টিয়া লই
উন্দি ছ গই ভারা ন’দি লামি গেইয়্যে গই,
কত ডইল্যে মানুষ উডে, কত ডইল্যে তাল
কেই বৈ থাকে নমাতি আর কেই মারে গাল,
হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্, টান!”
ফিছুর সিডুৎ বৈ বৈএনে লেহির এই গান!

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কিরে ভাড়া আর হ’বার তুয়াইতাম?)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(অবাজি ফাডা ছিরে টিইয়ে লইতেন্য বাই!)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(ছাই লেডিস ছিট ছারি দ’না ভাই, ছারি দ’না)

এ ভাইডি গাড়িতি কিডা কিডা ওঠলো হিসাব ঠিকঠাক রাহিস কলাম
চুইঝাল গোস খাইয়ে আইসি ঢ্যাকা ওঠসে সিরাম!
ভাড়া-ভুড়ো না দে কেউ নামতি না পারে দেহিস
ফকু দে গেলি, দাবড়ায় নামায় দিস!

জোরে টাইনে গেলি ওক্কাহা আস্তে
মোটামুটি গতি দিলি পাইলট ঝিমোসসে
তালি যাবো কিরোম ওরে উইড়ে উইড়ে?
ফুলতলাত্তে সোনাপোতা ঘুইরে ঘুইরে?
নাতি খাতি বেলা যায় শুতি পারি না
স্টেরিং এ বসলি পরে উঠতি পারি না।

রাস্তাডা ভাংগা-ভুংগো যাত্রীগে তাড়াহুড়ো
ছলফলগে হুড়োহুড়ি নিতি পারি না,
গাড়ি কহনও জিরোয় না তাড়াতাড়ি চলতিসে
কিলাস চাইপে ধইরে ধইরে চাইর ঠ্যাং ঘুরতিসে,
কুয়ানতে কুয়ানে কোন তালে যাচ্ছে?
নাইচে কুইদে ঠেইলে ঠুইলে বেতালে দোড়োচ্ছে।

ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাং রাহিবের জাগা,
হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান!

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(এ লেডিস উঠতেছে ঠিকঠাক বসাইস)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(আরে ভাই আপনে ব্যাটা মানুষ লেডিস সিটে বইলা খ্যানে?)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(টাহা-টুহা ঠিকঠাক নিস এই)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(আফনার কিউর হাফ ভাড়ারে ভাই, আফনে তো বুরাইচ্চা)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(উস্তাদ সোলো গর, লামাই দি)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(দুরু লাইমতু দ’না, ফিছে য না)
হালুগাইট্ট্যে মুড়ির টিন

Coke Studio Bangla - মুড়ির টিন (Murir Tin) Tekst piosenki

Coke Studio Bangla - মুড়ির টিন (Murir Tin) tekstowo Coke Studio Bangla - মুড়ির টিন (Murir Tin) Text মুড়ির টিন (Murir Tin) Coke Studio Bangla মুড়ির টিন (Murir Tin) słowa

Teledysk do piosenki
মুড়ির টিন (Murir Tin)

Kadr z teledysku মুড়ির টিন (Murir Tin) tekst piosenki Coke Studio Bangla

TE TEKSTY PIOSENEK MAJĄ PRAWO SIĘ PODOBAĆ

NOWE TEKSTY PIOSENEK A JUŻ TAKIE POPULARNE

A POPA JESZCZE NA TE TEKSTY PIOSENEK